Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
আচারগাঁও ইউনিয়ন
বিস্তারিত

আচারগাঁও ইউনিয়নের বেশীর ভাগ মানুষ কৃষি কাজ করে জীবিকা  নীর্বাহ করে ।

কালের স্বাক্ষী বহনকারী নরসুন্দা নদীর তীরে গড়ে উঠা নান্দাইল উপজেলার একটি ঐতিহ্যবাহীঅঞ্চল হলো আচারগাঁও ইউনিয়ন। আচারগাঁও গ্রামের অধিবাসীরা শিক্ষা সংস্কৃতি ও সাহিত্যে প্রাচীনকাল থেকে এগিয়ে ছিল। এ অঞ্চলে আচার বিচার ভালই পাওয়া জেত,তাই এ অঞ্চলের নাম করন করা হয় আচারগাঁও।  কালের পরিক্রমায় আজ আচারগাঁও ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয়অনুষ্ঠান, খেলাধুলা সহবিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।